ব্লগার টিউটোরিয়াল -২:টেমপ্লেট বাছাই ও বিন্যাসকরন

আগের পর্ব দেখতে চাইলে নিচের লিংকে ক্লিক করুন




আপনার ব্লগ তৈরী হয়ে গেলে এই ব্ক্স টা আসবে । এখন  Customize how your blog looks  এ ক্লিক করুন ।



Templates  এ ক্লিক করে পছন্দের একটা templates বাছাই করুন ।
এখন Background এ ক্লিক করুন ।
Background image  এ ক্লিক করে পছন্দের একটা Background নিন ।




Layout  এ তিনটা অপশন আছে ।
Body layout
Footer layout
Adjust width
প্রত্যেকটা অপশন ভালো করে দেখে আপনার পছন্দ অনুযায়ী পরিবর্তন করে নিন।




এবার Advanced  অপশন এ ক্লিক করুন।
২  Page text   এ অনেকগুলো অপশন আছে । এখানকার সবগুলো অপশন পরিবর্তন করা যাবে। আপনি আপনার ফছন্দ অনুযায়ী পরিবর্তন করে নিন।
৩  Font এখানে সিলেক্ট করুন পছন্দের একটা ফন্ট।
৪  Font size  ঠিক করে নিন ।
Text color  ও পরিবর্তন করতে পারেন।



১ আপনি যা কিছুই পরিবর্তন করছেন তার preview এখানে দেখা যাবে। সেজন্য পরিবর্তনটা ব্লগে apply করার আগে এখানে একবার দেখে নিন।
২ Expand preview এ ক্লিক করে পুরোটা ভালো করে দেখে নিন । ঠিক আছে কি না ।
৩ সবকিছূ ঠিকঠাক থাকলে এবার Apply to blog এ ক্লিক করুন । ব্যস আপনার ব্লগের ডিজাইন হয়ে গেলো।